হাইলাইট
- সক্ষম স্কলারশিপ প্রকল্পের অধীনে এআইসিটিই সমস্ত যোগ্য শিক্ষার্থীদের বার্ষিক বৃত্তি হিসাবে নিম্নলিখিত আর্থিক সহায়তা প্রদান করবে :-
- প্রতি বছর Rs. ৫০,০০০/- টাকা বৃত্তি।
- ডিগ্রী কোর্সের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সময়কাল হলো সর্বোচ্চ ৪ বছর এবং ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সময়কাল হলো সর্বোচ্চ ৩ বছর।
Customer Care
- সক্ষম স্কলারশিপ প্রকল্পের হেল্পলাইন নাম্বার :- ০১১-২৯৫৮১১১৮.
- সক্ষম স্কলারশিপ প্রকল্পের হেল্পডেস্ক ইমেল :- saksham@aicte-india.org.
- এআইসিটিই হেল্পলাইন নাম্বার :- ০১১-২৬১৩১৪৯৭.
- এআইসিটিই হেল্পডেস্ক ইমেল :- ms@aicte-india.org.
- ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের হেল্পলাইন নাম্বার :- ০১২০-৬৬১৯৫৪০.
- ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের হেল্পডেস্ক ইমেল :- helpdesk@nsp.gov.in.
তথ্য প্রচারপত্র
প্রকল্পের ওভারভিউ |
|
---|---|
প্রকল্পের নাম | সক্ষম স্কলারশিপ প্রকল্প। |
বৃত্তির সংখ্যা | বিশেষভাবে সক্ষম/ বিশেষভাবে প্রতিবন্ধী সমস্ত যোগ্য শিক্ষার্থী। |
বৃত্তির পরিমাণ | প্রতি বছর Rs. ৫০,০০০/- টাকা। |
বৃত্তির সময়কাল |
|
নোডাল সংস্থা | অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। |
নোডাল মন্ত্রণালয় | শিক্ষা মন্ত্রণালয়। |
সাবস্ক্রিপশন | প্রকল্প সংক্রান্ত আপডেট পেতে এখানে সাবস্ক্রাইব করুন। |
আবেদন প্রক্রিয়া | সক্ষম স্কলারশিপ প্রকল্পের অনলাইন আবেদনপত্রের মাধ্যমে। |
ভূমিকা
- সক্ষম স্কলারশিপ প্রকল্পটি হলো প্রতিবন্ধী শিক্ষার্থীদেরজন্য একটি কেন্দ্রীয় অর্থায়িত বৃত্তি।
- অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন কর্তৃক এই প্রকল্পটি বাস্তবায়িত হয়।
- এটি মূলত বিশেষভাবে সক্ষম/ বিশেষভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ওপর ফোকাস করে।
- সক্ষম স্কলারশিপ প্রকল্পটি শুরু করার পিছনে মূল উদ্দেশ্য হলো শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা যাতে তারা তাদের উচ্চ শিক্ষা সম্পন্ন করতে পারে।
- এই প্রকল্পটিকে " বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য সক্ষম স্কলারশিপ স্কীম " ও বলা হয়।
- এআইসিটিই স্বীকৃত প্রতিষ্ঠানে পাঠরত বিশেষভাবে সক্ষম/ বিশেষভাবে প্রতিবন্ধী সমস্ত শিক্ষার্থীদের প্রতি বছর বৃত্তি প্রদান করা হবে।
- সক্ষম স্কলারশিপ প্রকল্পের অধীনে সমস্ত নির্বাচিত শিক্ষার্থীদের প্রতি বছর Rs. ৫০,০০০/- প্রদান করা হবে।
- শিক্ষার্থীরা তাদের কলেজ ফি মেটাতে, এবং শিক্ষা সংক্রান্ত জিনিসগুলি কিনতে এই বৃত্তির টাকা ব্যবহার করতে পারে।
- সক্ষম স্কলারশিপ প্রকল্পের অধীনে শুধুমাত্র শারীরিকভাবে প্রতিবন্ধী/ অক্ষম শিক্ষার্থীরা যাদের অক্ষমতা ৪০% - এর বেশি তারাই বৃত্তি পাওয়ার যোগ্য।
- ডিগ্রী কোর্সের শিক্ষার্থীরা সর্বোচ্চ ৪ বছরের জন্য বৃত্তি পাবে।
- এবং ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীরা সর্বোচ্চ ৩ বছরের জন্য বৃত্তি পাবে।
- সেই সমস্ত শিক্ষার্থীরাই শুধুমাত্র যোগ্য হবে যাদের পারিবারিক বার্ষিক আয় প্রতি বছর Rs. ৮,০০,০০০/- এর কম।
- সক্ষম স্কলারশিপ প্রকল্পে আবেদন করার জন্য ২০২৩ - ২০২৪ সালের জন্য আবেদন ৩১-০১-২০২৪ পর্যন্ত খোলা রয়েছে।
- যোগ্য শিক্ষার্থীরা সক্ষম স্কলারশিপ প্রকল্পের জন্য ৩১ শে জানুয়ারি ২০২৪ এ বা তার আগে আবেদন করতে পারে।
- ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে সক্ষম স্কলারশিপ প্রকল্পের অনলাইন আবেদনপত্র উপলব্ধ রয়েছে।
প্রকল্পের সুবিধা
- সক্ষম স্কলারশিপ প্রকল্পের অধীনে এআইসিটিই সমস্ত যোগ্য শিক্ষার্থীদের বার্ষিক বৃত্তি হিসাবে নিম্নলিখিত আর্থিক সহায়তা প্রদান করবে :-
- প্রতি বছর Rs. ৫০,০০০/- টাকা বৃত্তি।
- ডিগ্রী কোর্সের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সময়কাল হলো সর্বোচ্চ ৪ বছর এবং ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সময়কাল হলো সর্বোচ্চ ৩ বছর।
যোগ্যতা মানদন্ড
- শিক্ষার্থীদের ভিন্নভাবে সক্ষম/ বিশেষভাবে প্রতিবন্ধী হতে হবে।
- শিক্ষার্থীর অক্ষমতা ৪০% এর সমান বা ৪০% এর বেশি হতে হবে।
- শিক্ষার্থীর পারিবারিক আয় প্রতি বছর Rs. ৮ লাখ টাকার বেশি হওয়া যাবে না।
- এআইসিটিই অনুমোদিত প্রতিষ্ঠানগুলিতে ইউজি ডিগ্রী স্তরের কোর্স বা ডিপ্লোমা স্তরের কোর্স ভর্তি হওয়া শিক্ষার্থী।
- প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। (পার্শ্বীয় প্রবেশের মাধ্যমে ভর্তি)
- শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠান এআইসিটিই দ্বারা স্বীকৃত হতে হবে।
- প্রার্থীকে কেন্দ্রীয়/ রাজ্য/ এআইসিটিই অনুমোদিত বৃত্তির সুবিধাভোগী হওয়া যাবে না।
প্রয়োজনীয় নথিপত্র
- সক্ষম স্কলারশিপ প্রকল্পের জন্য আবেদন করার সময় যেসমস্ত নথির তালিকা আপলোড করতে হবে তা হলো নিম্নরূপ :-
- দশম শ্রেণীর সার্টিফিকেট ও মার্কশিট।
- দ্বাদশ শ্রেণীর সার্টিফিকেট (ডিগ্রী স্তরের ক্ষেত্রে) মার্কশিট।
- আইটিআই সার্টিফিকেট (ডিপ্লোমা স্তরের ক্ষেত্রে পার্শ্বীয় প্রবেশের ক্ষেত্রে) ও মার্কশিট।
- ডিপ্লোমা সার্টিফিকেট (ডিগ্রী স্তরের ক্ষেত্রে পার্শ্বীয় প্রবেশের ক্ষেত্রে) ও মার্কশিট।
- জাত শংসাপত্র যদি প্রার্থী এসসি/ এসটি/ ওবিসি - এর অন্তর্ভুক্ত হয়।
- আর্ধার কার্ড।
- অক্ষমতার শংসাপত্র।
- বোনাফাইড/ স্টাডি সার্টিফিকেট। (অ্যাপেন্ডিক্স - I)
- পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র। (অ্যাপেন্ডিক্স - II)
- পুনর্নবীকরণের ক্ষেত্রে প্রমোশন সার্টিফিকেট। (অ্যাপেন্ডিক্স - III)
কিভাবে আবেদন করবেন
- যোগ্য শিক্ষার্থীরা সক্ষম স্কলারশিপ প্রকল্পের অধীনে বার্ষিক বৃত্তির জন্য অনলাইন আবেদনপত্রের মাধ্যমে আবেদন করতে পারে।
- ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে সক্ষম স্কলারশিপ প্রকল্পের অনলাইন আবেদনপত্রটি উপলব্ধ রয়েছে।
- শিক্ষার্থীকে প্রথমে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে নিজেদেরকে নিবন্ধন করতে হবে।
- সক্ষম স্কলারশিপ প্রকল্পের নিবন্ধন পত্রে নিম্নলিখিত বিবরণগুলি পূরণ করুন :-
- আবাসন রাজ্য।
- বৃত্তির বিভাগ প্রাক্ - মাধ্যমিক বা পোস্ট মাধ্যমিক।
- নাম।
- প্রকল্পের ধরন।
- জন্ম তারিখ।
- লিঙ্গ।
- মোবাইল নাম্বার।
- ইমেল আইডি।
- ব্যাংকের আইএফ্এসসি কোড।
- ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার।
- আর্ধার নাম্বার।
- সমস্ত বিবরণগুলি পূরণ করার পর রেজিষ্টারে ক্লিক করুন।
- আবেদন জমা করতে পোর্টাল দ্বারা প্রদত্ত লগ ইন শংসাপত্র সহ , লগ ইন হন।
- সক্ষম স্কলারশিপ প্রকল্পটি নির্বাচন করুন, সমস্ত প্রয়োজনীয় বিবরণগুলি পূরণ করুন এবং আবেদন জমা দিতে সাবমিট বাটনে ক্লিক করুন।
- আবেদনটি প্রতিষ্ঠান দ্বারা যাচাই করা হবে যেখানে শিক্ষার্থীরা পাঠরত রয়েছে এবং রাজ্যের প্রযুক্তিগত শিক্ষার বিভাগ / ইউটি দ্বারাও যাচাই করা হবে যেখানে শিক্ষার্থীরা থাকে এবং তারপরে নির্বাচিত প্রার্থীদের তালিকা এআইসিটিই পোর্টালে উপলব্ধ থাকবে।
- সক্ষম স্কলারশিপ প্রকল্পের জন্য আবেদন করার শেষ তারিখ হলো ৩১ শে জানুয়ারি, ২০২৪।
- সক্ষম স্কলারশিপ প্রকল্পের অধীনে যোগ্য শিক্ষার্থীরা ৩১-০১-২০২৪ এ বা তার আগে বৃত্তি হিসাবে বার্ষিক সহায়তার জন্য আবেদন করতে পারে।
- সক্ষম স্কলারশিপ প্রকল্পটি পুনর্নবীকরণ সাপেক্ষ, তাই প্রার্থীদের প্রতিবছর তাদের আবেদনগুলি পুনর্নবীকরণ করতে হবে।
প্রকল্পের বৈশিষ্ট্য
- সক্ষম স্কলারশিপ প্রকল্পটি বছরে মাত্র একবার উপলব্ধ রয়েছে।
- আবেদন করার জন্য আর্ধার নাম্বার অবশ্যই প্রয়োজন। আর্ধার কার্ড ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না।
- যদি প্রার্থী এর মধ্যে কোর্স ছেড়ে দেন, সে (ছেলে/ মেয়ে) আর বৃত্তির জন্য যোগ্য হবে না।
- সক্ষম স্কলারশিপ শুধুমাত্র বিশেষভাবে সক্ষম/ বিশেষভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপলব্ধ যারা এআইসিটিই স্বীকৃত প্রতিষ্ঠানগুলিতে পাঠরত।
- এই বৃত্তিতে আসনের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই।
- সক্ষম স্কলারশিপ প্রকল্পের অধীনে সমস্ত যোগ্য প্রার্থীদের, তাদের নাম্বারের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হবে।
- শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের কোর্সের প্রথম এবং দ্বিতীয় বর্ষে প্রকল্পের সুবিধা নিতে পারে।
- বৃত্তির পরিমাণ যেসমস্ত জিনিসগুলির পেমেন্টের জন্য শিক্ষার্থীদের সহায়তা করতে প্রদান করা হবে :-
- কলেজ ফি।
- কম্পিউটার ক্রয়।
- স্টেশনারি।
- বইপত্র।
- সরঞ্জাম।
- সফটওয়্যার ক্রয় ইত্যাদি।
- এই প্রকল্পের অধীনে হোস্টেল ফি বা মেডিক্যাল ফি - এর জন্য বাড়তি টাকা অনুদান দেওয়া হবে না।
- টেকনিক্যাল কোর্স এবং টেকনিক্যাল ডিপ্লোমাতে পাঠরত ভিন্নভাবে সক্ষম/ বিশেষভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য যোগ্য।
- সংক্ষিপ্ত তালিকাভুক্ত শিক্ষার্থীদের তালিকা এআইসিটিই ওয়েব পোর্টালে উপলব্ধ থাকবে।
- সিজিপিএকে শতাংশে রূপান্তর করার পদ্ধতি হলো সিজিপিএকে ৯.৫ দিয়ে গুণ করা।(সিজিপিএ × ৯.৫)
- বৃত্তির পরিমাণ সরাসরিভাবে প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে।
- যদি শিক্ষার্থী পরবর্তী ক্লাসে উঠতে ব্যর্থ হয়, তাহলে তাদের বৃত্তি বাজেয়াপ্ত করা হবে।
- বৃত্তির আবেদন পুনর্নবীকরণ করার সময় কোর্সের প্রমোশন সার্টিফিকেট আপলোড করা বাধ্যতামূলক।
- প্রকল্পের সুবিধা নেওয়ার সময় কোনো ডকুমেন্টারি প্রমাণ সংযুক্ত করার প্রয়োজন নেই।
গুরুত্বপূর্ণ ফর্ম
- সক্ষম স্কলারশিপ প্রকল্প বোনাফাইড/ স্টাডি সার্টিফিকেট। (অ্যাপেন্ডিক্স - I)
- সক্ষম স্কলারশিপ প্রকল্প বার্ষিক পারিবারিক আয়ের শংসাপত।্র (অ্যাপেন্ডিক্স - II)
- সক্ষম স্কলারশিপ প্রকল্প প্রমোশন সার্টিফিকেট। (অ্যাপেন্ডিক্স - III)
গুরুত্বপূর্ণ লিঙ্ক
- সক্ষম স্কলারশিপ প্রকল্পের অনলাইন আবেদনপত্র।
- সক্ষম স্কলারশিপ প্রকল্পে নিবন্ধন।
- সক্ষম স্কলারশিপ প্রকল্প লগ ইন।
- সক্ষম স্কলারশিপ প্রকল্পের আবেদনের অবস্থা।
- ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল।
- ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অ্যাপ।
- অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন।
- ডিগ্রী কোর্সের জন্য সক্ষম স্কলারশিপ প্রকল্পের নির্দেশিকা।
- ডিপ্লোমা কোর্সের জন্য সক্ষম স্কলারশিপ প্রকল্পের নির্দেশিকা।
- সক্ষম স্কলারশিপ প্রকল্পের এফএকিউএস।
যোগাযোগ বিবরণ
- সক্ষম স্কলারশিপ প্রকল্পের হেল্পলাইন নাম্বার :- ০১১-২৯৫৮১১১৮.
- সক্ষম স্কলারশিপ প্রকল্পের হেল্পডেস্ক ইমেল :- saksham@aicte-india.org.
- এআইসিটিই হেল্পলাইন নাম্বার :- ০১১-২৬১৩১৪৯৭.
- এআইসিটিই হেল্পডেস্ক ইমেল :- ms@aicte-india.org.
- ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের হেল্পলাইন নাম্বার :- ০১২০-৬৬১৯৫৪০.
- ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের হেল্পডেস্ক ইমেল :- helpdesk@nsp.gov.in.
- স্টুডেন্ট ডেভেলপমেন্ট সেল (এসটিডিসি),
অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন,
বসন্ত কুঞ্জ, নেলসন ম্যান্ডেলা মার্গ,
নিউ দিল্লি - ১১০০৭০.
Ministry
Scheme Forum
জাত | ব্যক্তির প্রকার | প্রকল্পের ধরন | সরকার |
---|---|---|---|
সেক্টরের জন্য ম্যাচিং প্রকল্প: বৃত্তি
Sno | CM | Scheme | সরকার |
---|---|---|---|
1 | ন্যাশনাল মিনস্ কাম মেরিট স্কলারশিপ প্রকল্প | কেন্দ্র সরকার | |
2 | স্বনাথ স্কলারশিপ স্কীম | কেন্দ্র সরকার | |
3 | Pragati Scholarship Scheme | কেন্দ্র সরকার | |
4 | Ishan Uday Special Scholarship Scheme | কেন্দ্র সরকার | |
5 | Indira Gandhi Scholarship Scheme for Single Girl Child | কেন্দ্র সরকার | |
6 | Central Sector Scheme of Scholarship | কেন্দ্র সরকার | |
7 | North Eastern Council (NEC) Merit Scholarship Scheme | কেন্দ্র সরকার | |
8 | PM Yasasvi Scheme | কেন্দ্র সরকার | |
9 | Central Sector Scholarship Scheme Of Top Class Education For SC Students | কেন্দ্র সরকার | |
10 | সিবিএসই সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ প্রকল্প | কেন্দ্র সরকার |
সেক্টরের জন্য ম্যাচিং প্রকল্প: শিক্ষা
Subscribe to Our Scheme
×
Stay updated with the latest information about সক্ষম স্কলারশিপ প্রকল্প
Comments
Is disability certificate is…
yes it is mandatory
i am from delhi, ye…
Department of person with…
relax some certificate norms
Disability napne ke kya…
you have to make certificate…
mera disability ka…
what is the last to apply?
is portal open for renwal?
is it available for ITI…
renew nhi ho rhi hai meri…
i am not able to log in to…
renew krna bhool gya me apni…
out of india course ke liye…
what is the status of my…
what is the status of my saksham scholarship
নতুন কমেন্ট যুক্ত করুন