হাইলাইট
- প্রতি মাসে Rs. ১৫০০/- টাকা বেকারত্ব ভাতা।
Customer Care
- পশ্চিমবঙ্গ যুবশ্রী বেকারত্ব ভাতা প্রকল্পের হেল্পলাইন নম্বর :- ০৩৩-২২৩৭৬৩০০.
- পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাংকের হেল্পলাইন নম্বর :- ০৩৩-২২৩৭৬৩০০.
- পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাংকের হেল্পলাইন আইডি :-
- employment_bank_wb@wb.gov.in.
- feedbackempbank@wb.gov.in.
- পশ্চিমবঙ্গ শ্রম বিভাগ হেল্পলাইন নম্বর :- ১৮০০১০৩০০০৯.
তথ্য প্রচারপত্র
প্রকল্পের বিবরণ
|
|
---|---|
প্রকল্পের নাম | পশ্চিমবঙ্গ যুবশ্রী বেকারত্ব ভাতা প্রকল্প। |
সূচনা সময়কাল | ০১.১০.২০১৩. |
বেকারত্ব ভাতার পরিমাণ | প্রতি মাসে Rs. ১৫০০/- টাকা। |
উদ্দেশ্য |
|
নোডাল বিভাগ | শ্রম বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। |
সাবস্ক্রিপসন | প্রকল্প সংক্রান্ত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। |
আবেদন প্রক্রিয়া | এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টাল - এর মাধ্যমে। |
ভূমিকা
- যুবশ্রী প্রকল্প হলো বেকার যুবকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের এক অন্যতম প্রকল্প।
- এই প্রকল্পটি ১ লা অক্টোবর ২০১৩ সালে শুরু হয়েছিল।
- প্রাথমিকভাবে এই প্রকল্পটির নাম ছিল যুব উৎসব প্রকল্প (YUP) ২০১৩।
- কিন্তু ১৮ ই সেপ্টেম্বর ২০১৩ সালে এই প্রকল্পটির নাম যুবশ্রীতে পরিবর্তন করা হয়েছিল।
- যুবশ্রী প্রকল্পটি পশ্চিমবঙ্গের যুবকদের বেকারত্ব ভাতা প্রদানের জন্য শুরু করা হয়েছে।
- এর গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো যুবকদের আর্থিক সাহায্য দিয়ে ভবিষ্যতে তাদের সাহায্য করা।
- পশ্চিমবঙ্গের শ্রম বিভাগ এই প্রকল্পের পরিচালনার জন্য দায়বদ্ধ ।
- কেবলমাত্র সেই সমস্ত যুবক যারা সম্পূর্ণ বেকার তারাই এই প্রকল্পের সুবিধা নিতে পারে।
- বেকার যুবকদের বয়সসীমা ১৮ বছর থেকে ৪৫ বছর এর মধ্যে হতে হবে।
- শুধুমাত্র যে সমস্ত বেকার যুবক অষ্টম শ্রেণী বা তদূর্ধ্ব শ্রেণী পাস করেছে তারাই এই যুবশ্রী বেকারত্ব ভাতার জন্য আবেদন করতে পারবে।
- যুবশ্রী প্রকল্পের অধীনে যোগ্য যুবকদের মাসিক ১৫০০/- টাকা বেকারত্ব ভাতা প্রদান করা হবে।
- যোগ্য যুবকরা এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে আবেদনের মাধ্যমে এই যুবশ্রী বেকারত্ব ভাতা প্রকল্পের সুবিধাপেতে পারে।
আর্থিক সহায়তার পরিমাণ
- প্রতি মাসে Rs. ১৫০০/- টাকা বেকারত্ব ভাতা।
যোগ্যতা শর্তাবলী
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকে চাকরির সন্ধানকারী হিসাবে নথিভুক্ত থাকতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই অষ্টম শ্রেণী বা তদূর্ধ্ব শ্রেণীতে পাস থাকতে হবে।
- আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৪৫ বছর বয়সের মধ্যে থাকতে হবে।
- আবেদনকারীকে অন্য কোনো সরকারের আর্থিক সহায়তার সুবিধা নেওয়া যাবে না।
প্রয়োজনীয় নথিপত্র
- বসবাসের প্রমাণপত্র(যেকোনো ১ টি নথি প্রয়োজন) :-
- পশ্চিমবঙ্গের বাসস্থান।
- রেশন কার্ড।
- ভোটার কার্ড।
- আর্ধার কার্ড।
- পাসপোর্ট।
- জন্মের শংসাপত্র।
- পাস করা সমস্ত পরীক্ষার মার্কশিট অথবা সার্টিফিকেট।
- এমপ্লয়মেন্ট ব্যাংকে নিবন্ধীকরণের(রেজিস্ট্রেশন)কার্ড।
- ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস।
- শারীরিক অক্ষমতার শংসাপত্র(অক্ষমতার ক্ষেত্রে)।
- জাত শংসাপত্র(যদি প্রযোজ্য)।
- আয়ের শংসাপত্র।
- স্ব - ঘোষিত শংসাপত্র।
- বেকারত্বের শংসাপত্র।
আবেদন প্রক্রিয়া
- এই প্রকল্প আবেদন করার একমাত্র পদ্ধতি হলো পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালের মাধ্যমে ।
- আবেদনকারীকে অবশ্যই প্রথমে নতুন তালিকাভুক্তির চাকরি সন্ধনকারী হিসাবে নিজেকে তালিকাভুক্ত করতে হবে।
- বাধ্যতামূলক বিবরণ যেমন নাম, ঠিকানা, জাত, জন্ম তারিখ ইত্যাদি পূরণ করতে হবে।
- বাসস্থানের প্রমাণপত্রের জন্য নিম্নলিখিত নথিগুলির মধ্যে যেকোনো একটি নথি পোর্টালে আপলোড করতে হবে :-
- রেশন কার্ড।
- ভোটার আইডি কার্ড।
- আর্ধার কার্ড।
- পাসপোর্ট।
- জমা করুন(সাবমিট) ক্লিক করলে, আবেদনকারীকে পোর্টালে নিবন্ধিত করা হবে।
- আবেদনকারীকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তার মোবাইল নাম্বার এবং ইমেল - এ পাঠানো হবে।
- এরপর, আবেদনকারীকে এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে লগ ইন করতে হবে।
- লগ ইন করার পর, আবেদনকারীকে নিম্নলিখিত নথিগুলি পোর্টালে আপলোড করতে হবে :-
- জন্মের প্রমাণপত্র।
- জাত শংসাপত্র।
- আয়ের শংসাপত্র।
- শারীরিক অক্ষমতার শংসাপত্র(যদি আবেদনকারী বিকলাঙ্গ হয়)।
- পাস করা সমস্ত শ্রেনীর মার্কশিট অথবা সার্টিফিকেট।
- ব্যাংক পাসবুকের কপি।
- বেকারত্বের শংসাপত্র।
- স্ব - ঘোষণা।
- প্রাপ্ত আবেদনগুলি যাচাই বাছাই করার পর কেন্দ্রীয় ব্যবস্থাপনা সেল দ্বারা তালিকা প্রস্তুত করা হবে।
- প্রতি মাসে বেকারত্ব ভাতার পরিমাণ নির্বাচিত আবেদনকারীর প্রদত্ত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।
প্রকল্পের বৈশিষ্ট্য
- যুবশ্রী বেকারত্ব ভাতা শুধুমাত্র পরিবারের একজন সদস্যকে দেওয়া হবে।
- প্রতি ৬ মাসে, সুবিধাভোগীকে স্ব - ঘোষিত ফর্ম সাব ডিভিশনাল অফিসার অথবা জয়েন্ট ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট, কলকাতা অফিসে জমা দিতে হবে।
- পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছর ১ লাখ বেকারকে বেকারত্ব ভাতা প্রদান করে।
- প্রথম আগত সার্ভের ভিত্তিতে বেকারত্ব ভাতার সুবিধাভোগীদের নির্বাচন করা হবে।
- যুবশ্রী বেকারত্ব ভাতা শুধুমাত্র ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার - এর মাধ্যমে সুবিধাভোগীকে দেওয়া হবে।
- এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টাল ছাড়া অন্য কোনো আবেদন পদ্ধতি গ্রহণ করা হবে না।
পশ্চিমবঙ্গ জেলার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যোগাযোগ নাম্বার
জেলার নাম | এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম এবং ঠিকানা |
যোগাযোগের বিবরণ |
---|---|---|
কলকাতা | আঞ্চলিক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কলকাতা, পূর্ত ভবন(নীচ তলা), সল্ট লেক শহর, কলকাতা-৯১ |
|
উপ আঞ্চলিক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, খিদিরপুর ৯৯/১, কার্ল মার্ক্স সরণি, কলকাতা-২৩. |
|
|
উপ আঞ্চলিক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, উত্তর কলকাতা ৬, বি.টি.রোড, কলকাতা-৭০০০০২. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, দক্ষিণ কলকাতা ৪০/৮/১a, গড়িয়াহাট রোড, কলকাতা-৭০০০৩১. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, পূর্ব কলকাতা ১৮, গিরিশ সিএইচ বোস রোড(জেম সিনেমার পিছনে) কলকাতা–৭০০০১8. |
|
|
উত্তর ২৪ পরগনা | উপ-আঞ্চলিক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, ব্যারাকপুর ৩৪, ৩৪/১, আশুতোষ ভিলা ৬, করুণাময়ী আরডি Rd, পিও-তালপুকুর ব্যারাকপুর, জেলা-উত্তর ২৪ পরগনা, ৭০০১২৩. |
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, দমদম ২১/A দমদম রোড, ১ম ফ্লোর, কলকাতা-৭০০০৭৪. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, বারাসাত ৫২/৩, কে.বি.বাসু রোড, পিও-বারাসাত, জেলা-২৪ পরগনা(উত্তর), পিন-৭০০১২৪. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, কাঁচাপাড়া, পিও(PO)-বসিরহাট, জেলা-উত্তর ২৪ পরগনা, পিন-৭৪৩৪১১. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, বনগাঁ, যশোর রোড(রাম নগর পোস্ট অফিসের কাছে), জেলা-উত্তর ২৪ পরগনা, পিন-৭৪৩২৩৫. |
|
|
দক্ষিণ ২৪ পরগনা | জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, বাজে বাজে বেহালা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, ব্লক ২, ৬২০ ডায়মন্ড হারবার রোড , কলকাতা-৭০০০৩৪. |
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, ডায়মন্ড হারবার উত্তর হাজিপুর, পোস্ট অফিস-ডায়মন্ড হারবার, জেলা- দক্ষিণ ২৪ পরগনা, পিন-৭৫৩৩৩১. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, সোনারপুর, ৮৭ মডারেট রোড (কালিতলা), পোস্ট অফিস-বারুইপুর , দক্ষিণ ২৪ পরগনা |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, ক্যানিং ক্যানিং সিনেমা আরডি, পি.ও-ক্যানিং, জেলা-দক্ষিণ ২৪ পরগনা, পিন-৭৪৩৩২৯. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, কাকদ্বীপ, গ্রাম + পোস্ট-উত্তর নয়াপাড়া, কাকদ্বীপ, জেলা-দক্ষিণ ২৪ পরগনা, পিন-৭৪৩৩৪৭. |
|
|
নদিয়া | জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কল্যাণী, ডি-ব্লক, জেলা-নদিয়া, পিন-৭৪১২৩৫. |
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কৃষ্ণনগর, ওল্ড কালেক্টরেট বিল্ডিংস, পি.ও-কৃষ্ণনগর, জেলা-নদিয়া, পিন - ৭৪১১০১. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রানাঘাট, দে চৌধুরী সুপার মার্কেট(২য় ফ্লোর), রানাঘাট, ইস্ট সেক্টর রথটালা , পি.ও-রানাঘাট, জেলা-নদিয়া, পিন-৭৪১২০১. |
|
|
মুর্শিদাবাদ | জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বহরমপুর, ওল্ড কালেক্টরেট বিল্ডিং, পিও-বহরমপুর, জেলা-মুর্শিদাবাদ, পিন - ৭৪২১০১. |
|
প্রোজেক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ফারাক্কা, পিও-ফারাক্কা ব্যারেজ, জেলা-মুর্শিদাবাদ, পিন-৭৪২২১২. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ জঙ্গিপুর, সাহেব বাজার, পিও-জঙ্গিপুর, জেলা-মুর্শিদাবাদ, পিন-৭৪২২১৩. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ লালবাগ, পিও-সাহানগর, জেলা-মুর্শিদাবাদ, পিন-৭৪২১৪৯. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কাঁদি, কাঁদি কালীবাড়ি আরডি., পিও-কাঁদি, জেলা-মুর্শিদাবাদ, পিন-৭৪২১৩৭. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ দমকল, পিও-দমকল, জেলা-মুর্শিদাবাদ |
|
|
হাওড়া | জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হাওড়া, পি-১২, বিপ্লবী হরেন্দ্রনাথ ঘোষ সরণি, পি.ও-হাওড়া - ৭১১০০১. |
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উলুবেড়িয়া, বাজারপাড়া, পি.ও-উলুবেড়িয়া, জেলা-হাওড়া, পিন-৭১১৩১৫. |
|
|
হুগলি | জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেরামপুর, ৬. কে. এল. গোস্বামী এসটি, পিও-সেরামপুর, জেলা-হুগলি , পিন-৭১২২০১. |
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চিনসুরাহ, সেনকো বিল্ডিং, বালির মোড় চিনসুরাহ, জেলা-হুগলি |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আরামবাগ, বাসুদেব মোড়, পিও-আরামবাগ, জেলা-হুগলি, পিন-৭১২৬০১ |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চন্দননগর, পালিকা বাজার (২ য় ফ্লোর), খালিসানি, পিও-চন্দননগর, পিন-৭১২১৩৬. |
|
|
বর্ধমান | জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বর্ধমান, পূর্ত ভবন(৩ য় ফ্লোর এবং ৭ ম ফ্লোর) শ্রীপল্লী, পোস্ট অফিস-সদরঘাটা বর্ধমান, পিন-৭১৩১০৯. |
|
উপ-আঞ্চলিক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আসানসোল, আপার চলীদাঙা, পোস্ট অফিস-আসানসোল, জেলা-বর্ধমান, পিন-৭১৩৩০১. |
|
|
উপ-আঞ্চলিক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ দুর্গাপুর ADDA-1st, অ্যাডমিনিস্ট্রেটর বিল্ডিং(জিআর ফ্লোর) সিটি সেন্টার, পোস্ট অফিস-দুর্গাপুর, জেলা-বর্ধমান, পিন-৭১৩২১৬. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সিতারামপুর, অরবিন্দ ভবন(২য় ফ্লোর), জি.টি. রোড, পোস্ট অফিস-বারাকার, জেলা-বর্ধমান, পিন-৭১৩৩২৪. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রানীগঞ্জ, টি.বি. হসপিটাল ক্যাম্পাস, জি.টি.রোড, পোস্ট অফিস-স্কারসলে রাজবাড়ী, জেলা-বর্ধমান, পিন-৭১৩৩২৪. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কাটোয়া বাগদিপারা, পোস্ট অফিস-কাটোয়া, জেলা-বর্ধমান, পিন-৭১৩১৩০. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কালনা, ৪১৬, লক্ষণপাড়া,(১ ম ফ্লোর), পোস্ট অফিস-কালনা, জেলা-বর্ধমান, পিন-৭১৩৪০৯. |
|
|
বীরভূম | জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সিউড়ি বাগভবন, (অ্যাগ্রি-ইরিগেশন অফিসের কাছে), পোস্ট অফিস-সিউড়ি, জেলা-বীরভূম, পিন-৭৩১১০১. |
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রামপুরহাট, মারাকাটা আরডি জাতীয় সড়ক, পোস্ট অফিস-রামপুরহাট, জেলা-বীরভূম, পিন-৭৩১২২৪. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বোলপুর বন্ধগরা, পোস্ট অফিস-বোলপুর, জেলা-বীরভূম, পিন-৭৩১২০৪. |
|
|
বাঁকুড়া | জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বাঁকুড়া, ২১৩, কেন্ধাদিহি, পোস্ট অফিস + জেলা-বাঁকুড়া, পিন-৭২২১০২. |
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বিষ্ণুপুর, বালিয়াপাড়া, কলেজ রোড, পোস্ট অফিস-বিষ্ণুপুর, জেলা-বাঁকুড়া, পিন-৭২২১২২. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ খাত্রা, খাত্রা ট্রেজারি বিল্ডিং(১ম ফ্লোর), পোস্ট অফিস + পুলিশ স্টেশন-খাত্রা, বাঁকুড়া, পিন-৭২২১৪০. |
|
|
পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদনীপুর |
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তমলুক, মানিকতলা মোড়, পোস্ট অফিস-তমলুক, জেলা-পূর্ব মেদিনীপুর, পিন-৭২১৬৩৬. |
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কোনটাই, উদয়ন সিনেমা রোড, পোস্ট অফিস-কোনটাই, জেলা-পূর্ব মেদিনীপুর, পিন-৭২১৪০১. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হলদিয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ বিএলডি, পোস্ট অফিস-দূর্গাচক, জেলা-পূর্ব মেদিনীপুর, পিন-৭২১৬০২. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এগ্রা, গ্রাম-দালালায়া, পোস্ট অফিস-এগ্রা, জেলা-পূর্ব মেদিনীপুর, পিন-৭২১৪২৯. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ মেদিনীপুর টাউন, সুরাজ নগর,(জগন্নাথ মন্দিরের কাছে), জেলা-পশ্চিম মেদিনীপুর, পিন-৭২১১০১. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ খড়গপুর, কৌশল্যা, পোস্ট অফিস-খড়গপুর, পিন-৭২১৩০১. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বেলডা, কেশিয়ারি রোড, পোস্ট অফিস-বেলডা, জেলা-পশ্চিম মেদিনীপুর , পিন-৭২১৪২৪. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ঘাটাল, কুশপাতা, পোস্ট অফিস-ঘাটাল, জেলা-পশ্চিম মেদিনীপুর, পিন-৭২১২১২. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ঝাড়গ্রাম, নতুনদিহি, পোস্ট অফিস-ঝাড়গ্রাম, জেলা-পশ্চিম মেদিনীপুর, পিন-৭২১৫০৭. |
|
|
পুরুলিয়া | জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ পুরুলিয়া, দেশবন্ধু রোড(বিএড কলেজের বিপরীতে), পোস্ট অফিস এবং জেলা-পুরুলিয়া, পিন-৭২৩১০১. |
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রঘুনাথপুর, মুন্সেফ দাঙ্গা, পোস্ট অফিস-রঘুনাথপুর, জেলা-পুরুলিয়া, পিন-৭২৩১৩৩. |
|
|
উত্তর দিনাজপুর | জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রায়গঞ্জ, কর্নোঝরা গভর্নমেন্ট হাউজিং এস্টেট, পোস্ট অফিস-কার্নোঝরা, জেলা-উত্তর দিনাজপুর, পিন-৭৩৩১৩০. |
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ইসলামপুর মিলান পল্লী, পোস্ট অফিস-ইসলামপুর, জেলা-উত্তর দিনাজপুর, পিন-৭৩৩২০২. |
|
|
মালদা | জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ মালদা, ঠাকুরদাস বাবু লেন, পোস্ট অফিস-মকদম্পুর, জেলা-মালদা, পিন - ৭৩২১২৩. |
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চাঁচল, থানা রোড, পোস্ট অফিস-চাঁচল, জেলা-মালদা, পিন-৭৩২১২৩. |
|
|
দক্ষিণ দিনাজপুর | জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বালুরঘাট চক ভবানী, ওল্ড কালেক্টরেট বিল্ডিং, পোস্ট অফিস-বালুরঘাট, জেলা-দক্ষিণ দিনাজপুর, পিন-৭৩৩১০১. |
|
জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার | জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ জলপাইগুড়ি, ক্লাব রোড(কিং সাহেব ঘাটের কাছে), পোস্ট অফিস-জলপাইগুড়ি, পিন-৭৩৬১২২. |
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আলিপুরদুয়ার, গৌড় ভবন, পোস্ট অফিস-আলিপুরদুয়ার কোর্ট, জেলা-জলপাইগুড়ি, পিন-৭৩৬১২২. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ মাল, মাল বিডিও অফিস, ১ ম ফ্লোর, পোস্ট অফিস-মাল, জেলা-জলপাইগুড়ি, পিন-৭৩৫২২১. |
|
|
দার্জিলিং | উপ-আঞ্চলিক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ দার্জিলিং, ওল্ড সেক্রেটারিয়েট বিল্ডিং, সিডো ব্যাংক রোড, পোস্ট অফিস এবং জেলা-দার্জিলিং, পিন-৭৩৪১০১. |
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্শিয়াং লোয়ার দুমারাম, পোস্ট অফিস-কার্শিয়াং, জেলা-দার্জিলিং, পিন-৭৩৪৩০১. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কালিম্পং পিংশা বিল্ডিং, ডি.বি.সি. রোড, পোস্ট অফিস-কালিম্পং, জেলা-দার্জিলিং, পিন-৭৩৪৩০১. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ শিলিগুড়ি, পোস্ট অফিস-শিলিগুড়ি, জেলা-দার্জিলিং, পিন-৭৩৪৪০১. |
|
|
কোচবিহার | জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কোচবিহার, মিউনিসিপ্যাল বিল্ডিং, কেশব রোড, পোস্ট অফিস এবং,জেলা-কোচবিহার, পিন-৭৩৬১০১. |
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ মাথাভাঙ্গা আমলাপাড়া, পোস্ট অফিস-মাথাভাঙ্গা, জেলা-কোচবিহার, পিন - ৭৩৬১৪৬. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ মেখালিগঞ্জ, পোস্ট অফিস-মেখালিগঞ্জ, জেলা-কোচবিহার, পিন-৭৩৫৩০৪. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ দিনহাটা, গোধূলি বাজার, পোস্ট অফিস-দিনহাটা, জেলা-কোচবিহার, পিন -৭৩৬১৩৫. |
|
|
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুফানগঞ্জ, গান্ধী পাড়া, পোস্ট অফিস-তুফানগঞ্জ, জেলা-কোচবিহার, পিন-৭৩৬১৫৯. |
|
গুরুত্বপূর্ণ ফর্মগুলি
- পশ্চিমবঙ্গ যুবশ্রী বেকারত্ব ভাতা প্রকল্প বেকারত্বের শংসাপত্র।
- পশ্চিমবঙ্গ যুবশ্রী বেকারত্ব ভাতা প্রকল্প স্ব-ঘোষণা।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি
- পশ্চিমবঙ্গ যুবশ্রী বেকারত্ব ভাতা প্রকল্পের নিবন্ধীকরণ।
- পশ্চিমবঙ্গ যুবশ্রী বেকারত্ব ভাতা প্রকল্পের লগ ইন।
- পশ্চিমবঙ্গ যুবশ্রী বেকারত্ব ভাতা প্রকল্পের আবেদনপত্রের অবস্থা।
- পশ্চিমবঙ্গ যুবশ্রী বেকারত্ব ভাতা প্রকল্পের আবেদনপত্রের অপেক্ষার অবস্থা।
- পশ্চিমবঙ্গ যুবশ্রী বেকারত্ব ভাতা প্রকল্পের এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টাল।
- শ্রম বিভাগ পশ্চিমবঙ্গ পোর্টাল।
- পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের প্রধান অফিসারের যোগাযোগের বিবরণ।
- পশ্চিমবঙ্গ যুবশ্রী বেকারত্ব ভাতা প্রকল্পের নির্দেশিকা।
যোগাযোগ বিবরণ
- পশ্চিমবঙ্গ যুবশ্রী বেকারত্ব ভাতা প্রকল্পের হেল্পলাইন নম্বর :- ০৩৩-২২৩৭৬৩০০.
- পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাংকের হেল্পলাইন নম্বর :- ০৩৩-২২৩৭৬৩০০.
- পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাংকের হেল্পলাইন আইডি :-
- employment_bank_wb@wb.gov.in.
- feedbackempbank@wb.gov.in.
- পশ্চিমবঙ্গ শ্রম বিভাগ হেল্পলাইন নম্বর :- ১৮০০১০৩০০০৯.
- কর্মসংস্থান অধিদপ্তর, পশ্চিমবঙ্গ সরকার,
৬৭, বেন্টিংক স্ট্রিট(৪র্থ তলা),
কলকাতা - ৭০০০৬৯। - শ্রম বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার,
১২ তলা, এনএস বিল্ডিং, ব্লক-এ১,
কিঙ্কর শঙ্কর রায় রোড,
কলকাতা - ৭০০০০১।
Scheme Forum
জাত | সরকার |
---|---|
Subscribe to Our Scheme
×
Stay updated with the latest information about পশ্চিমবঙ্গ যুবশ্রী বেকারত্ব ভাতা প্রকল্প
Comments
Is there any provision of…
i want to apply for yuvasree…
জেলা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ…
যুবশ্রী প্রকল্প
আমার যুবশ্রী প্রকল্পের ঠিকঠাক টাকা পেতাম হঠাৎ করে বন্ধ হয়ে যায় তার কারণ কিছুই বুঝতে পারলাম না আমি টাকাটা পেয়ে অনেক উপকৃত হতাম কিন্তু এখন টাকাটি আর পাইনি। অতএব মহাশয় আপনাদের কাছে আমার বিনীত আবেদন হইল যে আমার যাতে টাকাটা পাওয়া যায়, তার ব্যবস্থা করিয়া দিলে আমি খুবই উপকৃত হইব এবং আপনাদের কাছে কৃতজ্ঞ থাকিব ধন্যবাদ
Suddenly closed my account
আমার যুবশ্রী প্রকল্পের ঠিকঠাক টাকা পেতাম হঠাৎ করে বন্ধ হয়ে যায় তার কারণ কিছুই বুঝতে পারলাম না আমি টাকাটা পেয়ে অনেক উপকৃত হতাম কিন্তু এখন টাকাটি আর পাইনি। অতএব মহাশয় আপনাদের কাছে আমার বিনীত আবেদন হইল যে আমার যাতে টাকাটা পাওয়া যায়, তার ব্যবস্থা করিয়া দিলে আমি খুবই উপকৃত হইব এবং আপনাদের কাছে কৃতজ্ঞ থাকিব ধন্যবাদ
renewal problem. where to…
I have query regarding my…
No allowance coming from 2…
Dear govtschemes.in…
Allowance nhi aati
Allowance nhi aati
Berojgar
10 pass
Commerce
Muje ek acha job chaiye me Ghar me baithi rhti hu
1500 taka vata koba pabo sir
2018 id
Bangla
Hi sir
online application link not…
online application link not working
Sir plz help me
Sir plz help me
allowance online portal not…
allowance online portal not working. please fix this
Bakri
Mare koi Kam ny he AR me bhut gariv hu
Business
Sir Amar lon chai.ples helpme.
Education
Sir I want join the scheme
Bnga. Engb. Edcn. Envs. Socg. Snsk
Sir mujhe college Jana hai please da do
Commerce
Financially support me
Berojgar Bhatta
Ami 12 pas kono kaj parchi na please help me sir.
Want to job
I want job age 40 ,12 pass
Dear govtschemes.in…
Dear govtschemes.in administrator, Thanks for the well written post!
Hi govtschemes.in owner,…
Hi govtschemes.in owner, Your posts are always thought-provoking and inspiring.
Berojgar bhatta
Want some help
I am jobless
No one from my family is job candidate,our annual income is under 1 lakh ,I study in college 2nd year.
Student
Sir, berojgari bhata kobe thake pabo
when did the new…
when did the new registration for yuvashree allowance start?
Commerce
How can I fill up this form
Commerce
12 commerce
English
I want money
Kichu dile valo hoto karon…
Kichu dile valo hoto karon amader kub karap obosta
Bcom
I am don't have any jobs
No
No
I don't have any income
Kichu pele bhalo hoto
কোনো কাজ পাচ্ছি না
একটা সরকারি কাজ দিন
Sir my employment allowance…
Sir my employment allowance is stopped by government
Rale
Sarkari Naukri
when is the last date
when is the last date
yuvashree amount not come…
yuvashree amount not come from 6 months
Government jobs
No option for registration
Bangoli
Mujhe yeh bebsaid chahiye
যুবশ্রী প্রকল্প
আমার যুবশ্রী প্রকল্পের টাকা পেতে পেতে বন্ধ হয়ে গিয়েছে
যুবশ্রী প্রকল্পের বেকার ভাতা,
আমি শ্রী কল্যান কর্মকার বাঁকুড়া জেলা ফুলকুসমা গ্রামের বাসিন্দা পোস্ট ফুলকুসমা পিন নম্বর 722162/খাতড়া এক্সচেঞ্জ রাইপুর ব্লক, বারিকুল থানা, আমার নার্ভের প্রবল্যাম এপিলেপ্সি রুগি (মৃগী) আগের বার আমার এনেক্স 3 ফ্রম জমা দিতে পারিনি খাতড়া এক্সচেঞ্জ অফিস গিয়ে, ঐ দিন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ওনারা বলেন অনলাইনে জমা করতে তাহলে তাড়াতাড়ি কাজ হবে, আমি ওনাদের বললাম কাগজ পত্র নেই ওগুলো আপা নাদের কাছে ওনারা ঘন্টা খানেক পর কাগজ পত্র গুলো দিলেন আমি অনলাইনে কাজ করতে এসিতখন এনেক্স 1 2 ফ্রমের কাজ শুরু হয়ে গেছে, এবার আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না, তার আমার নার্ভের প্রবল্যাম ঔষধ কিনতে পারছীনা বিভিন্ন ভাবে চাপে পড়ে আপনাদের কাছে সাহায্য চাই,
যুবশ্রী প্রকল্প
আমার যুবশ্রী প্রকল্পের ঠিকঠাক টাকা পেতাম হঠাৎ করে বন্ধ হয়ে যায় তার কারণ কিছুই বুঝতে পারলাম না আমি টাকাটা পেয়ে অনেক উপকৃত হতাম কিন্তু এখন টাকাটি আর পাইনি। অতএব মহাশয় আপনাদের কাছে আমার বিনীত আবেদন হইল যে আমার যাতে টাকাটা পাওয়া যায়, তার ব্যবস্থা করিয়া দিলে আমি খুবই উপকৃত হইব এবং আপনাদের কাছে কৃতজ্ঞ থাকিব ধন্যবাদ
যুবশ্রী প্রকল্প
আমার যুবশ্রী প্রকল্পের ঠিকঠাক টাকা পেতাম হঠাৎ করে বন্ধ হয়ে যায় তার কারণ কিছুই বুঝতে পারলাম না আমি টাকাটা পেয়ে অনেক উপকৃত হতাম কিন্তু এখন টাকাটি আর পাইনি। অতএব মহাশয় আপনাদের কাছে আমার বিনীত আবেদন হইল যে আমার যাতে টাকাটা পাওয়া যায়, তার ব্যবস্থা করিয়া দিলে আমি খুবই উপকৃত হইব এবং আপনাদের কাছে কৃতজ্ঞ থাকিব ধন্যবাদ
Youvoshree
হেল্পার
Youvoshree
নতুন কমেন্ট যুক্ত করুন