বৃত্তির অর্থ প্রাপ্ত না হওয়ার অভিযোগ

Description
আমি জয় ঘোষ, আমার অভিযোগ এই যে, আমি নিয়ম অনুযায়ী 02/09/2023 তারিখে ক্লাস 12 এ পাঠরত অবস্থায় স্বামী বিবেকানন্দ স্কলারশীপ এর নবী করন(Renewal)করিয়াছিলাম। আমার ID নং(WB5229918503560), গত ফেব্রুয়ারিতে আমার আবেদন টি অনুমোদিত ( Sanctioned )হয়। কিন্তু তার সত্তেও এখনোও অবধি আমার অ্যাকাউন্ট এ এর অর্থ প্রাপ্ত হয়নাই, প্রথমত বিকাশ ভবন এর ফোন করার পর অপেক্ষা করতে বলা হয় । কিন্তু এখন যখন ফোন করি তখন বলা হয় যে এই অর্থ আর প্রাপ্ত হবে না , কিন্তু এর কোনো কারন নেই, এদিকে আমার সহপাঠী যারা আমার সাথেই একই সঙ্গে আবেদন করেছিল তাদের অর্থ আজ তিন মাস নাগাদ আগে প্রাপ্ত হয়ে গেছে কিন্তু আমার হয়নি । পশ্চিমবঙ্গ সরকার তথা স্বামী বিবেকানন্দ বৃত্তির Administer এর কাছে আমার বিনীত অনুরোধ এই যে যাহাতে আমি আমার প্রাপ্য অর্থ পাই তাহার সু ব্যবস্থা গ্ৰহন করিবেন ।

Add new comment

Plain text

  • No HTML tags allowed.
  • Lines and paragraphs break automatically.